ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল তা এড়িয়ে যান। তবে ইউরোপ ও চীনের বিভিন্ন শীর্ষ নেতা এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন।
পলিটিকোর প্রতিবেদনে জানানো হয়, আমন্ত্রিত অতিথিদের তালিকায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইর নাম রয়েছে। মিলেই ইতোমধ্যেই তার উপস্থিতি নিশ্চিত করেছেন, আর মেলোনি ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান আমন্ত্রণ পেলেও তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে তার কার্যালয় জানিয়েছে। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তার উপস্থিতির সম্ভাবনা খুবই কম, কারণ চীনের রাষ্ট্রপ্রধানদের বিদেশ ভ্রমণে কঠোর নিয়মনীতি রয়েছে। শি না এলেও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে মোদিকে আমন্ত্রণ না জানানো ট্রাম্প-মোদি সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।
অনুষ্ঠানে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো আমন্ত্রণ পেলেও পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে তিনি উপস্থিত হতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, এবং মেটার প্রধান মার্ক জাকারবার্গ এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
যুক্তরাজ্যের রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজ এবং ফ্রান্সের অভিবাসনবিরোধী রাজনীতিবিদ জেমোরসহ ইউরোপের অন্যান্য নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এই অনুষ্ঠান ঘিরে ট্রাম্পের রাজনৈতিক অবস্থান এবং কৌশল নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
0 মন্তব্যসমূহ