কোহলি, রোহিতের মতো তারকাদের কিছু আচরণেই কি নতুন নির্দেশনা?
বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের জন্য ১০টি নির্দেশনা দিয়েছে, যার উদ্দেশ্য হলো দলের মধ্যে ‘শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ’ নিশ্চিত করা। এই নির্দেশনাগুলোর মধ্যে অনুশীলন বা ম্যাচ ভেন্যুতে নিজের মতো করে যাওয়ার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি, সফরের সময় স্ত্রী-সন্তানদের বেশি দিন সঙ্গে রাখা থেকেও বিরত থাকার কথা বলা হয়েছে।
এর মধ্যে কিছু নিয়ম আগে থেকেই চালু ছিল, তবে এবার ১০টি বিষয় সুনির্দিষ্ট করে কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ম অমান্য করলে ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, যেমন আইপিএল বা ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি না দেওয়া অথবা বেতন-ভাতা থেকে অর্থ কেটে রাখা।
0 মন্তব্যসমূহ