Header Ads Widget

সাইফের ওপর হামলাকারী বাংলাদেশি নন, দাবি আইনজীবীর।

 



বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার মামলার তদন্তের অংশ হিসেবে রোববার (১৯ জানুয়ারি) সকালে ভারতের পুলিশ মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, শেহজাদ বাংলাদেশি নাগরিক হতে পারেন বলে তাদের ধারণা।

মুম্বাইয়ের একটি আদালতে শেহজাদকে হাজির করার পর পাঁচ দিনের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে শেহজাদের আইনজীবী সন্দ্বীপ শেখানি এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, “শেহজাদ বাংলাদেশি নাগরিক, এমন কোনও প্রমাণ নেই। বরং তিনি পরিবারের সঙ্গে মুম্বাইয়ে সাত বছরের বেশি সময় ধরে বসবাস করছেন।”

রোববার টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মহারাষ্ট্রের থানের হীরানন্দানি এস্টেট এলাকা থেকে শেহজাদকে গ্রেপ্তারের পর পুলিশ জানায়, তিনি ছয় মাস আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। তবে আইনজীবী সন্দ্বীপ শেখানি এই দাবি প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, “শেহজাদ দীর্ঘদিন ধরেই মুম্বাইয়ে বসবাস করছেন। ছয় মাস আগে ভারতে আসার অভিযোগ মিথ্যা এবং সঠিক তদন্ত ছাড়াই এটি করা হয়েছে।”



আইনজীবী আরও বলেন, “আদালত পাঁচ দিনের মধ্যে পুলিশের কাছ থেকে একটি তদন্ত প্রতিবেদন চেয়েছে। কিন্তু শেহজাদ যে বাংলাদেশি, তার কোনও প্রমাণ এখন পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি পুলিশের দাবি, তিনি ছয় মাস আগে এসেছেন, তা ভারতের দণ্ডবিধির ৪৩-এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। সঠিকভাবে এই মামলার তদন্ত হওয়া উচিত ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ